Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের


 

চরকা রিপোর্ট ঃ

 ময়মনসিংহ জুলাই আগস্ট আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন সাগরের পিতা আসাদুজ্জামন আসাদ এর সঙ্গে বৃহস্পতিবার ১৭ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন অশুভ আচরণ করেছেন বলে প্রমান পাওয়া গেছে।

সাগরের পিতা আসাদুজ্জামন আসাদ তাঁর কন্যা শহীদ সাগরের বোন আফিয়া তাবাসুম সুপ্তির  স্কুল সার্টিফিকেট সংশোধনের জন্য গত ৯ এপ্রিল আবেদন করেছিলেন । সেই আবেদনের খোঁজ নিতে গেলে কথা চালাচালির এক পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন সাগরের পিতার সাথে অশুভ আচরণ করেন । এই বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার এর কাছে গিয়ে তাকে বিষয়টি অবগত করিলে তিনি উপ জেলা শিক্ষা কর্মকর্তাকে নিদের্শ দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। শহীদ সাগরের পিতা আসাদুজ্জামন আসাদ জানান কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে  ময়মনসিংহ একমাত্র আন্দোলনে আমার ছেলে নিহত হয়েছে । আমি পরিচয় দেওয়ার পরও তিনি বাজে আচরণ করেন । এই শিক্ষা অফিসার বহুবছর ধরে ময়মনসিংহ রয়েছেন তিনি আমার ছেলে নিয়ে কটুক্তিমূলক ব্যঙ্গ করেন । যা আমাকে মর্মাহত করেছে

 

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফয়সাল ফারনিম আমি শুনে মর্মাহত এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ময়মনসিংহ শহরের মিন্টু কলেজের সামনে কিভাবে আমার ভাই সাগর কে হত্যা করেছে তা সকলে জানে আওয়ামী লীগের দোসররা প্রতিটি অফিসে আছে এদের খোলস উন্মোচন করতে হবে যারা গণ অভূত্থান কে অবহেলা করে এদের বিচার করতে হবে ।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মানিকা পারভিনের মুঠোফোনে ফোন দিলে তাঁর উচ্চমান সহকারি শ্যামল জোয়ারর্দ্দার বলেন এ বিষয়ে আমি জানি না ম্যাডাম ফোন রেখে বাহিরে গেছেন।

বিষয়ে অতিঃ বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার জানান সাগরের পিতা কান্না জড়িত অবস্থায় এসেছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে ।ইতমধ্যে তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে নিদের্শ দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য।

 

 

Post a Comment

0 Comments