প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন নিহত ১ আহত ২


 


স্টাফ রিপোর্টার ঃ আজ মঙ্গলবার  ১১ নভেম্বর মধ্যরাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় আলম এশিয়া বাসে দুষ্কৃতিকারীরা হঠাৎ আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বাসের ভিতর থাকা ১ নিহত ২ জন আহত হয়

  পুলিশ জানায় রাত আনুমানিক ০৩.১৪ ঢাকা হতে আগত আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর- ঢাকা মেট্রো ব-১৪-৯৪১৮) ফুলবাড়িয়া থানাধীন ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশে মূল সড়কে তেল নেওয়ার উদ্দেশ্যে পার্কিং থাকা অবস্থায় উক্ত সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

বাসে অবস্থানরত যাত্রী মোঃ শাহিদ ইসলাম বাদশা (২০), পিতা- বাবুল হোসেন এবং তার মা শারমিন সুলতানা রুমকি, উভয়েই চকরাধাকানাই, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহের বাসিন্দা, ঢাকায় থেকে আগত ছিলেন এবং ভোর হওয়ার জন্য বাসে অবস্থান করছিলেন। আগুনে তাঁরা দগ্ধ হন এবং তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও ফুলবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল হতে এক অজ্ঞাতনামা পুরুষের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাহাকে প্রাথমিকভাবে বাসের চালক জুলহাস বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে

Post a Comment

0 Comments