প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ভালুকায় জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে


 

মাসুম ভালুকা ফিরে

ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের বিরুনিপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র  প্রবাসী আবু সাইদ রতন কে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পিটিয়ে জখম করেছে দৃবৃর্ত্তরা । গত রবিবার দুপুরে ডাকাতিয়া ইউনিয়নের চানপুর ও মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ।গুরতর অবস্থায়  আবু সাইদ রতন কে আত্মীয় স্বজন ভালুকা সদর হাসপাতালে নিয়ে যান ।

অত্র এলাকাবাসী এবং আবু সাইদ রতন জানান দীর্ঘদিন ধরে আবু সাইদ রতনের সঙ্গে ডাকাতিয়া এলাকায় তার চাচাত ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। ডাকাতিযা মৌজায় বি আর এস ২৩৭৫ খতিয়ান ১৭৩৫৯ নং দাগের পৈত্রিক ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিল বিবাদী পক্ষ মিথ্য তথ্য দিয়ে উপস্থাপন করে ভোগ দখলের জমি ১২২৫৬(Ix-I) ২৪-২০২৫ নং নামজারী ও জমাখারিচটি হাসিল করার পায়তারা করায় বিবাদীগনের নামে  ১২২৫৬(Ix-I) ২৪-২০২৫  নং নামজারী ও জমাখারিচ টি দিলে ক্ষতির কারণ হবে উক্ত ভূমি নিয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমা চলমান যার মোকদ্দমা নং ১৩/২০২৫,২৮/২০২৫।  জমা খারিচ টি যেন না দেয়া হয় কোর্ট থেকে সেই জমির কেও যেতে পারবে না বলে এমন নিষেধাক্কা রয়েছে। এমন অবস্থায় প্রতিপক্ষ সেই জমিতে দালান তৈরি করায় আবু সাইদ রতন কোর্টের আদেশ নিয়ে ভালুকা উপজেলা প্রশাসক  এর কাছে গেলে উপজেলা প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ  মামলা চলমান থাকায় শুনানী ব্যাতীত কোন কিছু করা যাবে না বলে উল্লেখ করেন । সেই কাগজ এর একটি কপি সহকারী ভূমি অফিসে  দেয়া হয় তবে সার্ভেয়ার এর কাছে দিয়ে ফেরার পথে ডাকাতিয়া ইউনিয়নের চানপুর এলাকায় আবু সাইদ রতনের পথ রোধ করে অত্র এলাকার নুরুল ইসলাম কথা কাটাকাটির একপর্যায়ে রতন কে কিল ঘুষি মেরে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় রতন দৌড়ে অন্য মানুষের সহায়তা নেয় । পুনরায় সিএনজি দিয়ে আঙ্গার গাড়া বাজারে এলে নুরুল ইসলামের ছেলে শুভ তার দলবল নিয়ে শাবল দিয়ে পিঠে বাড়ি দেয় এবং লাটি দিয়ে পিঠিয়ে জখম করে ।আঙ্গারগাড়া থেকে স্থানীয় উদ্ধার করে মাস্টার বাড়ি এলে ছোট ভাই আবু তাহের এবং আবু সাইদ রতন কে গাছে বেধেঁ  এলোপাতারি পিঠিয়ে জখম করে কামরুল এবং তার সাঙ্গপাঙ্গরা ।দা দিয়ে কামরুল মাথা ফাটিয়ে দেয় এমন অবস্থায় রতনের স্ত্রী ভালুকা উপজেলা  উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয় ।

 


 

আবু সাইদ রতন আরো বলেন দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছি পিতার ওয়ারিশের জমি চাচাত ভাই আলমগীরের সঙ্গে মামলা চলমান কিন্ত নুরুল ইসলাম তার পুত্র শুভ তার ভাই কামরুল সবসময় আমাদের হুমকি দিয়ে আসছে এ নিয়ে থানায় জিডি হয়েছে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে আক্রমন করেছে আমার  ভাই আর এলাকাবাসী না থাকলে আমাকে খুঁজে পাওয়া যেত না । আমি একজন প্রবাসী এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানহয়ে সুষ্ঠু তদন্ত সহ বিচার চাই ।

এ বিষয়ে ভালুকা থানার এস আই আবু তাহের জানান এ বিষয়ে তদন্ত চলমান তদন্ত করে বিস্তারিত বলা যাবে ।

 

 

 

Post a Comment

0 Comments