Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে যৌথ অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার

 

 

 



চরকা ডেস্ক ঃ

কোতোয়ালি থানা পুলিশ সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ  যৌথ অভিযানে গত ১৬ মার্চ রাতে কোতোয়ালী থানা এলাকা হতে বিপুল পরিমাণ  অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে ।যার বাজার প্রায় ১০ লক্ষ উনচল্লিশ হাজার দুই শত পঞ্চাশ টাকা ।

   সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল ১৬ মার্চ ২০২৫খ্রি.তারিখ রাত অনুমান ২২:১৫ ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাঘমারা সাকিনস্থ জননী এক্সপ্রেস পার্সেল সাভির্স এর অফিসের সামনে কতিপয় চোরাকারবারীরা অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় কম্বল বেচাকেনা করছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, ্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ এবং কোতোয়ালী থানা পলিশের একটি যৌথ আভিযানিক দল ১৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাঘমারা সাকিনস্থ জননী এক্সপ্রেস পার্সেল সাভির্স এর অফিসের সামনে একটি যৌথ অভিযান পরিচালনা করলে ্যাবের উপস্থিতি বুঝতে পেরে ১। রফিকুল ইসলাম রফিক (৪০), পিতা-অজ্ঞাত,সাং-থানা-জেলা-অজ্ঞাত, ২। মোকছেদুল আরম (৪২) ম্যানেজার এক্সপ্রেস পার্সেল সার্ভিস, বাঘমারা, পিতা-অজ্ঞাত, সাং-থানা-জেলা-অজ্ঞাতসহ আরো / জন অজ্ঞাতনামা আসামী পালিয়ে যায়।পরে সেখানে অবৈধ ভারতীয় কম্বল ৮৫(পঁচাশি) পিস যার আনুমানিক বাজার মূল্য ,০২,০০০/- (এক লক্ষ দুই হাজার) টাকা, বিভিন্ন রংয়ের পুতিসহ থ্রি পিস ৩৮ (আটত্রিশ) টি যার আনুমানিক বাজার মূল্য ৫৭,০০০/- (সাতান্ন হাজার) টাকা, শাটের পিস ৮০ (আশি) টি যার আনুমানিক বাজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা, নকল চুল ৭০ (সত্তর) পিস যার আনুমানিক বাজার মূল্য ৫৬,০০০/- (ছাপান্ন হাজার) টাকা, ম্যানহিট আয়ুবেদিক ৭২ (বাহাত্তর) বোতল যার আনুমানিক বাজার মূল্য ১৫,৭৫০/- (পনের হাজার সাতশত পঞ্চাশ) টাকা, মেয়েদের টপ ৬৫ (পয়ষট্টি) পিস যার আনুমানিক বাজার মূল্য ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা, পাওয়ার ট্যাবলেট ২০০০ (দুই হাজার) পিস যার মূল্য ,০০,০০০/- (সাত লক্ষ) টাকা,GS-CAL১৮ বক্স যার মূল্য ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা, এইচ কেয়ার ৯০ টি কৌটা যার মূ্ল্য ৩১,৫০০/-(একত্রিশ হাজার পাঁচশত) টাকার অবৈধ ভারতীয় পণ্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য  =১০,৩৯,২৫০/-(দশ লক্ষ উনচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা

উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায়  মামলা দায়েরপূর্বক  আলামত হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments