চরকা রিপোর্ট ঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে বিগত ৫৩ বছর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি দেশ পরিচালনা করেছে। তাদের কাছ থেকে আমরা কী পেলাম, তা দেশের মানুষ দেখেছে। রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন। লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় বানিয়েছে। আর মুগ্ধ, আবু সাঈদরা দেশের কল্যাণে জীবন উৎসর্গ করেছে। এর ফলে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে পরির্বতনের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এখন দেশের মানুষ ইসলামী শাসন চায়।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখা এই কর্মী সম্মেলনের আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আপনি এককভাবে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আগে বলেছেন আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। পরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বলেছেন- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তবে শর্ত আছে সংস্কার ও বিচার। কিন্তু আগের কথা পরবর্তীতে আপনি পরিবর্তন করতে পারেন না। জাতির কাছে ব্যাখ্যা দিন।
মানুষ চায় আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি ব্যালট বাক্স পাঠাক। এ লক্ষ্যে আমাদের আলোচনা চলছে। ইনশাআল্লাহ এখন পর্যন্ত ফলাফল ভালো। তিনি আরও বলেন, বিগত ৫ আগস্টের পর দেশে কোনো সরকার ছিল না। তখন ভারত আমাদের দিকে শকুনের মতো চোখে তাকিয়ে ছিল। তারা সংখ্যালঘু ইস্যু তৈরি করে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল। অথচ আমরা সংখ্যালঘুদের সম্পদ ও জানমাল পাহাড়া দিয়েছি। ট্রাফিকের কাজ করেছি। আর তখন একটি দল চাঁদাবাজি ও দখলবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। দেশ এখন দুইভাবে বিভক্ত। একটি ক্ষমতালোভী আর অপরটি দেশপ্রেমিক। সুতরাং মাঠ ইসলামের পক্ষে। তাই মানবতার কল্যাণে আমাদের তড়িৎ গতিতে কাজ করতে হবে। চরমোনাই পীর বলেন, কিছুদিন আগে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাই, নির্বাচন চাই বলে- পাগল হয়ে গিয়েছিল। কিন্তু আমরা বলেছি- যৌক্তিক সময়ে নির্বাচন। বিগত ১৫ বছর দিনের ভোট রাতে হয়েছে। ১৮ সালে শেখ হাসিনা বলেছে- আমি বঙ্গবন্ধুর কন্য, আমার ওপর আস্থা রাখুন। তার কথা বিশ্বাস করে আমরা বোকার দল নির্বাচনে গেলাম। দেখলাম- দিনের ভোট রাতে হয়েছে। বিগত সরকার দেশের সব স্থানেই চোর, ডাকাতদের ক্ষমতায় বসিয়েছে। এদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই সংস্কার দরকার। ৫ আগস্টের পর পত্রিকায় দেখলাম ভারত তড়িৎ নির্বাচন চায়। ভারতের সঙ্গে বিএনপির কথার মিল আছে। অথচ আওয়ামী লীগের সময়ে ভারত বলেছিল- নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন দেখছি বিএনপির কাঁধে ভারত সওয়ার হয়েছে। তাই সবাইকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। মন চাইলেই যা খুশি তা করা যাবে না।
কর্মী সম্মেলনে ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি. এম রুহুল আমিন, জেলা জামায়াতের আমির আব্দুল করিম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য শেষে ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাসির উদ্দিনকে আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
0 Comments