Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহের তিতাস গ্যাসের ম্যানেজারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 

চরকা ডেস্ক ঃময়মনসিংহের তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন রমজান আলী খন্দকার। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু বিষয়ে একটি গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। এতে তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেন ক্ষিপ্ত হয়ে তার বৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। 

রমজান আলী খন্দকারের দাবি, গ্যাস বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে কবির হোসেন গ্যাস সংযোগ আর দেওয়া হবে না বলে জানান। পুনরায় গ্যাস সংযোগ নিতে হলে দুই লক্ষ টাকা দিতে হবে। 

তিতাস গ্যাসের ম্যানেজারের দুর্নীতির বিচার চেয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। সময় ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


Post a Comment

0 Comments