Header Ads Widget

Responsive Advertisement

বাকৃবিতে কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত



চরকা রিপোর্ট ঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯-২০(সন্মান) ব্যাচের শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী সনদ বিতরণ ১৩ জুলাই ২০২৫, রবিবার  সকাল ১১.৩০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর . কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর . মো: শহীদুল হক।  কৃষি অনুষদীয় ডিন প্রফেসর . জি.এম. মুজিবর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর সিনথিয়া আফসানা খেয়া লেকচারার তাওসিফ আল আফ এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর  প্রফেসর . মাসুম আহমাদ। এছাড়াও  এই প্রোগ্রাম সমাপ্তকারী দুইজন ছাত্র তাদের অনুভুতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর . কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে কৃষি অনুষদের প্রথম ইন্টার্নশীপ সফলভাবে সমাপ্ত করার জন্য ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। তিনি এই প্রোগ্রামের মাধ্যমে ইন্টার্নদের যে অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এইসব বিষয়ের সমন্বয় ইন্টার্নীদের সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন। তিনি অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা - কর্মচারীসহ যারা এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকরণে নিরলসভাবে কাজ করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।তিনি বলেন বাকৃবি ভাগ্যবান কারণ এখানকার সকল অনুষদই ইন্টার্নশীপ প্রোগ্রামের আওতায় চলে এসেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের জন্যে প্রশাসনের সর্বোচ্চ মনোযোগ দেয়ার বিষয়টি উল্লেখ করেন এবং গ্রাজুয়েটদেরকে ভবিষ্যতে মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের প্রতি সুনজর বজায় রাখতে আহবান জানান। তিনি সকল ছাত্র-ছাত্রীদের সুন্দর, সার্থক কল্যাণময় জীবন কামনা করেন।

 

 


পরে তিনি শিক্ষার্থীদের  মাঝে সনদপত্র বিতরণ  করেন।   অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও  উপস্থিত ছিলেন  বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।

 

উল্লেখ্য, দুইমাস মেয়াদি ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ২১টি গ্রুপে জন বিদেশি শিক্ষার্থীসহ সর্বমোট ৩১৫ জন শিক্ষার্থী ইন্টার্নশীপ সম্পন্ন করেছে এবং ব্যাপারে কৃষি অনুষদের সাথে  সার্বিক সহযোগীতায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করেছে

Post a Comment

0 Comments