Header Ads Widget

Responsive Advertisement

আনন্দমোহন কলেজে নতুন অধ্যক্ষ মো: আব্দুল হামিদ

 

বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিনের অধ্যক্ষকেন্দ্রিক অচলাবস্থা শেষে নতুন অধ্যক্ষ পেল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ। গতকাল (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) এর কর্তৃক জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে গৌরিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হামিদকে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, আনন্দ মোহন কলেজের পূর্বের অধ্যক্ষ মো. আমান উল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেয়। অধ্যক্ষ বিহীন থাকায় তখন থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক গতি মন্থর হয়ে পড়ে।

নতুন অধ্যক্ষ বদলী হওয়ায় বৃহত্তর ময়মনসিংহের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে অভিভাবকসহ এ অঞ্চলের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মনে করছেন।
 

Post a Comment

0 Comments