প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দু গ্রুপে সংঘর্ষ নিহত ১ আহত ৮


 


স্টাফ রিপোর্টার  

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় আজ রবিবার  সন্ধায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন এবং মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরন গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটনায় নিহত ১ আহত হয়েছে ৮জন ।

ইকবাল হোসেনের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে বিক্ষুব্ধ ইকবালের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে হিরনের মহিলা সমাবেশের মঞ্চে ব্যাপক ভাঙচুর করেন। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে এ সংঘর্ষে ধাওয়া পালটা ধাওয়ার মাঝে অসুস্থ হয়ে তানজিম আহমেদ আবিদ নামে একজনের  মৃত্যু হয়েছে। ভিকটিমের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন নেই। ভিকটিম আবিদ ময়মনসিংহ ওলামায়ে দলের সদস্য মো দেওয়ান এর ছেলে বলে জানা যাচ্ছে।এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ৪০ রামদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে হিরনের সমর্থকরা অভিযোগ করেন, ইকবাল সমর্থকরা আমাদের মহিলা সমাবেশের মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে আমাদের অনেক কর্মী আহত হয়েছেন।

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে আছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পুলিশ মাঠে কাজ করছে। তবে নিহত শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি

 

Post a Comment

0 Comments