প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

দেশের শান্তি ও শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ


 চরকা ডেস্ক ঃ

দেশের শান্তি ও শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে- বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, হঠাৎ করে দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের জনগন এ ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না। অবিলম্বে দেশের শান্তি ও শৃঙ্খলা ভঙ্গকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে দেশের ভোটাধিকার বঞ্চিত জনগণ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরীতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল শেষে হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মিছিলটি ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্তমান অন্তবর্তী সরকারের নির্লিপ্ততায় সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মহানগর যুবদল এই বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি রুহুল আমীন খান, মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ রবিন, যুবদল নেতা রনি, মিন্টু প্রমূখ।

একই ইস্যুতে নগরীর টাউন হল চত্বর থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা যুবদল। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুনের সভাপতিত্বে সাধারন সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

এছাড়াও পৃথক আয়োজনে টাউন হল চত্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের সভাপতি জোবায়েদ হোসেন শাকিল। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর জিরো পয়েন্ট থেকে উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছু এবং সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবের নেতৃত্বে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি নগরীর হরিকিশোররায় রোডস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Post a Comment

0 Comments