Header Ads Widget

Responsive Advertisement

আরিবা খান টাইলস এ পাবেন চায়নার আমদানিকৃত যেকোন টাইলস


স্টাফ রিপোর্টার ঃ

চায়না টাইলস আমদানিকারক প্রতিষ্ঠান আলিবাবা ডট কমের সঙ্গে চায়না টাইলস আমদানি করতে চুক্তিবদ্ধ হলো আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আরিবা খান টাইলস এন্ড স্যানিটারী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিবাবা ডটকমের সিইও(বাংলাদেশ) মি.সানি স্যার ও আরিবা খান টাইলস এন্ড স্যানিটারী এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হিমেল স্যার।
উক্ত অনুষ্ঠানে আরিবা খান টাইলস এন্ড স্যানিটারী এর পক্ষ থেকে আশরাফ হিমেল বলেন "পছন্দ আপনার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের " স্লোগানের মাধ্যমে  এখন থেকে আমরা চায়নার যেকোন টাইলস ও ডেকোর টাইলস গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবো
 

Post a Comment

0 Comments