বিশেষ প্রতিনিধি: বিচিত্র বিষয় নিয়ে হরহামেশায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মারামারির ঘটনা ঘটে। এবার তেমনি এক বিচিত্র বিষয়ে মারামারির ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজ চত্বরে। এক ছাত্রীকে দুই ছাত্রের পছন্দকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ০৪টা পর্যন্ত দুই পক্ষের মাঝে উত্তেজনা চলে। সংবাদ পেয়ে কলেজে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রেক্ষিতে বিকেলে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। কলেজ সূত্রে প্রকাশ, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে পছন্দ দ্বিতীয় বর্ষের এক ছাত্রের। একই ছাত্রীকে সহপাঠী প্রথম বর্ষের আরেক ছাত্র পছন্দ করেন। এ নিয়ে দুই বর্ষের দুই ছাত্রের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলতে থাকে। এ দ্বন্দ্বের জেরে সকাল ১০টার দিকে কলেজ চত্বরে কথা কাটাকাটির একপর্যায়ে ১ম ও ২য় বর্ষের ছাত্ররা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। এতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রীর মন নিয়ে ১ম ও ২য় বর্ষের বিবদমান দুই পক্ষের ছাত্রদের মধ্যে মারামারির ফলে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে কলেজের পরিবেশ শান্ত রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন।

0 Comments