বিশেষ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তন্মধ্যে, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে ১৬৯ জন এবং চট্টগ্রামে ১৫১ জন। ঢাকা মহানগর এলাকায় উত্তর সিটিতে ১৭২ জন ও দক্ষিণ সিটিতে ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১০৯, খুলনায় ৭০, রংপুরে ১২, সিলেটে ৮ এবং অন্যান্য জেলায় ৩ জন ভর্তি হয়েছেন।
গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১৬ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৭৬ হাজার ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মোতাবেক, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৭২২ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে

0 Comments