প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ট্রিপল জিরো এস এস সি ৯৮ ষষ্ঠ বছর ফ্যামিলি টুগেদার অনষ্ঠিত


 


 স্টাফ রিপোর্টার ঃ  হৃদয়ের টানে এসো মিলি একসাথে স্লোগানকে সামনে রেখে, গত ৩১/অক্টোবর দিন ব্যাপী ময়মনসিংহ জেলার ঐতিয্যবাহী জয়নাল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভেলিতে, ময়মনসিংহ বিভাগীয় গ্রুপ ট্রিপল জিরো এস এস সি ১৯৯৮ এইচ এস সি ২০০০ ষষ্ঠ বছর ফ্যামিলি টুগেদার অনষ্ঠিত হযেছে । উক্ত অনুষ্ঠানটি বন্ধু জুয়েল   অন্যদের সঞ্চালনায় বেলা ১২টায় কুরআন তেলাওয়াত গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।  অনুষ্ঠান আয়োজক বিন্দুতে স্বাগত বক্তব্য নামাজের জন্য বিরতি  মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। নামাজের পরে বেলা :০০ টায় দুপুরের খাবার শুরু হয় এবং শেষ হয়। দ্বিতীয় পর্বে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাও বিভিন্ন থানা থেকে আগত বন্ধুদের পরিচয় পর্ব স্বাগত বক্তব্য তাদেরকে ক্রেস্ট এর মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে ট্রিপল জিরো গ্রুপে বছের যারা লাইক,কমান্ড পোষ্টের,মাধ্যমে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে পুরস্কৃত করা হয়। ৯৮ বন্ধুরা যারা স্ত্রীকে সাথে নিয়ে এসেছিল তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা বিভিন্ন থানা হতে আগত বন্ধুদের মধ্যে  হইতে গান আবৃত্তি কৌতুক অনুষ্ঠানকে প্রাণবন্তর করে তুলে। শেষ পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান: সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণ ছিল বন্ধু শাওনের জনতা এক্সপ্রেস ব্যান্ড দল তার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান পর্ব  ইতি টানা হয়।  সর্বশেষ ত্রিপল জিরো ৯৮ গ্রুপের গ্রুপ  ক্রিয়েটর রায়হানের সমাপনী বক্তব্য মধ্য  দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা।

 

Post a Comment

0 Comments