স্টাফ রিপোর্টার: গতকাল ২৫শে ফেব্রæয়ারি ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের জেলা সম্মেলন-২০২৫ ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাবেজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া মুহতামিম মাওলানা মোঃ আনোয়ারুল হক, খতিব গাঙ্গিনারপাড় জামে মসজিদ মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতি আহমদ আলী, ময়মনসিংহ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আমিনুল হক, আঞ্জুমান ঈদগাহ মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মঞ্জুরুল হক, প্রফেসর হাফিজ উদ্দিন ও হাফেজ মাওলানা কাজী হাসান সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার প্রশিক্ষণপ্রাপ্ত সকল ইমামগণ উপস্থিত ছিলেন।
0 Comments