প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

মুক্তাগাছায় ত্রিপোল জিরো ৯৮ পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার ঃ বৃহস্পতিবার   তৃতীয় দিনের মত ট্রিপল জিরো /৯৮' পরিবারের উদ্যাগে "রক্তদানে আমরা ময়মনসিংহ, সার্বিক সহযোগিতায়  মুক্তাগাছায় ইফতার মাগফিল অনুষ্ঠিত হয় ।

রমজান মাসে নাজাতের শেষ দশ দিনে মহান আল্লাহ তা'লার কাছে জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায়-" আধপাখিয়া  জান্নাতুল বাকী গোরস্থান মাদ্রাসা,মুক্তাগাছা, ময়মনসিংহ " প্রতিষ্ঠানের একঝাঁক কোরআনের পাখিদের সঙ্গে "ইফতারের আয়োজন করা হয়। সকলের দোয়া এবং সহযোগীতায় এগিয়ে যাবে ট্রিপল জিরো পরিবার

 

Post a Comment

0 Comments