Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহ ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার ।

 

 

 

চরকা রিপোর্ট ঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ময়মনসিংহের চর সিরতা কড়ইতলী সাকিনস্থ শেখ চাঁন এর বসত ঘর থেকে ১১ মার্চ সন্ধ্যায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় । ডিবির খোঁজ পেয়ে  মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় । পলাতক ০৬ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আবুল হোসেনের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর সিরতা কড়ইতলী সাকিনস্থ শেখ চাঁন এর বসত ঘর হইতে ১১ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১৭.০০ ঘটিকায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী পলাতক আসামী ১। মোজাহার ওরফে আ
জাহার (৩৫), ২। আমিরুল ওরফে জামিরুল (২৭), উভয় পিতা-শেখ চাঁন, মাতা-আসমা, ৩। রিতা (২৭), স্বামী-মোজাহার, ৪। তানজিলা (২২), স্বামী-আমিরুল ওরফে জামিরুল, ৫। শেখ চাঁন (৫০), পিতা-রজব আলী, মাতা-মোছাঃ ফাতেমা, ৬। সুজাত (৪৫), পিতা-মকবুল ওরফে মুকুল, মাতা-খালেদা, সর্ব চর সিরতা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে। পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসত বাড়ীতে অবৈধ ভাবে গাঁজা রাখিয়া বিক্রয় করিয়া থাকে। পলাতক আসামীরা মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে পলাতক আসামী ০৬ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


 

Post a Comment

0 Comments