প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার ৩ শিক্ষক অব্যাহতি

 

চরকা ডেস্ক ঃ

ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত শিক্ষককে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।  

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, . হাবিবুর রহমান আইটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাকির হোসেন জুনায়েদ ইসলাম মিনহাজ, ঘাগড়া কারিগরি স্কুলের মামুন মিয়া এবং মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের জারিফ আল জাবিত।তবে তাৎক্ষণিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকদের নাম-পরিচয় জানা যায়নি।  এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ওই পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে যান ভিজিল্যান্স টিম। সময় শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার এবং দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত শিক্ষককে ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান ইউএনও।

তিনি বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। পরীক্ষা চালাকালীন নিয়মিত উপজেলা ভিজিল্যান্স টিমের এই অভিযান চলমান থাকবে।  

 

 


Post a Comment

0 Comments