Header Ads Widget

Responsive Advertisement

পারিবারিক কলহে মুক্তাগাছায় জামাতার হাতে শাশুড়ী খুন


চরকা ডেস্ক ঃ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে মোছাঃ ফজিলা খাতুন ( ৪৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১মে) রাতে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী সাকিনস্থ্যে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মোঃ মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বাকবিতন্ড চলছিল। একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান। পূর্ণরায় রাত অনুমান আড়াইটার সময় মনির বাড়িতে এসে তার ছেলে মোঃ রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তার স্ত্রী রুমার সাথে পুনরায় কথা কাটাকাটি ও দস্তা দস্তি হয়, এক পর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে আক্রমণ চালায়। শাশুড়ি ফজিলা খাতুন বাঁধা দিলে মনির তার হাতে থাকা ছুরি দিয়ে শাশুড়ি ফজিলা খাতুনের তলপেটের বাম সাইডে স্বজুরে আঘাত করে এবং তার স্ত্রীকে এলোপাতারী ভাবে আঘাত করে। দুজনে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। স্ত্রী রুমা আক্তার চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত ডাক্তার শাশুড়ি ফজিলা খাতুন কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলমান। অভিযোগ এখনও পায়নি। নিহতের স্বজনরা হাসপাতালে ব্যস্ত থাকায় এখনো কোন অভিযোগ করেননি। 

Post a Comment

0 Comments