প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

মুক্তাগাছা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার


 

চরকা ডেস্ক

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামী হোসেন আলী হুসী(৫৭)'কে গ্রেফতার করেছে সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ

সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১১ মে ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলা নং-১৪ তারিখ-৩০/০৮/২০২৪ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫()/২৫-ডি তৎসম ১৪৩/৪৪৭/৪৪৮/৫০০/৪৩৫/৪২৭ পেনাল কোড এর এজাহারনামীয় ০৭নং আসামী হোসেন আলী হুসী(৫৭), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-কেসবপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments