দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ এর গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও গফরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেনকে সরকারী আনন্দ মোহন কলেজ এর গণিত বিভাগের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত ছুটি জনিত বিদায় সংবর্ধনা ১০ মে শনিবার প্রদান করেন ।
নগরীর টাউন হলস্থ এড.তারেক স্মৃতি অডিটোরিয়াম এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।এ সংবর্ধনা উপলক্ষে সকাল ১০ টায় আনন্দ মোহন কলেজ থেকে এক বর্ণাঢ্য র ্যালী বের করা হয় । র ্যালীতে অংশ গ্রহণকারী সকলেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোশাররফ হোসেন ।সার্বিক ব্যবস্থপনায় ছিলেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজাহার । এ সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৯৩ - '৯৪ ব্যাচ থেকে ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আমির হোসেনকে ফুলেল শুভেচছা, ক্রেষ্ট, উপহার সামগ্রী দিয়ে তাকে আয়োজকবৃন্দ আন্তরিক ভাবে সন্মানিত করেছেন।
উল্লেখ্য প্রফেসর আমির হোসেনকে ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানটি আনন্দ মোহন কলেজের গনিত বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় । একে অন্যের সাথে আড্ডায় মেতে ওঠেন । অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
0 Comments