চরকা ডেস্ক ঃ
ময়মনসিংহ
রহমতপুর বাইপাস থেকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ২০ (বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক)
মাদক কারবারীকে গ্রেফতার করেছে ।
সিপিএসসি, র্যাব-১৪,
ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৩ মে
২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৪৫ ঘটিকায়
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন রহমতপুর মোড় হতে পূর্ব দিকে জনৈক আবুল হাশেম এর চা দোকান
এর সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জামাল হোসেন (৩৮), পিতা-মৃত গোলাম রহামন, সাং-ছোট বোয়ালিয়া, থানা- শৈলকূপা, জেলা-ঝিনাইদহ‘কে ২০ (বিশ)
কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করতে
সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪,০০,০০০/-
(চার লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর
করা হয়েছে।
0 Comments