প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ সদর এবং ইশ্বরগঞ্জ মাদক ব্যবসায়ী আটক ২

 

চরকা ডেস্ক ঃ সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সদরে বাঘেরকান্দা এলাকা থেকে ট্যাবলেট নগদ টাকা সহ এক মাদক ব্যবসায়ী সহ গেফতার করেছে । এছাড়া ঈশ্বরগঞ্জ ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে থানা পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর পরিদর্শক মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে এএস আই আমেনা বেগম সিপাহী রাজু মিয়া,  সিপাহী সাব্বির আহমেদ, সিপাহী আশরাফুল আলম পাপ্পু সিপাহী, সারোয়ার হোসেন নোমান সসিপাহো সালমান ফারসি গাড়িচালক শরিফুল আলমের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন বাঘেরকান্দা গ্রামের আসামি নূর মোহাম্মদ এর বসত ঘর হইতে তার ডান হাতে ধরা   অবস্থায় একটি   সিনথেটিক ব্যাগের ভিতর tapentadol ট্যাবলেট ২২ পিস মাদক বিক্রীত ২৩ হাজার টাকা উদ্ধার জব্দ করেন। আসামীর  বিরুদ্ধে পরিদর্শক মোঃ আমিনুল কবির বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায়  একটি নিয়মিত মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায় যে নূর মোহাম্মদ দীর্ঘদিন যাবত tapentadol ট্যাবলেট বিক্রি এবং সেবন করে আসছে।


 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments