প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

নগরের পাটগুদাম থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার


 

চরকা ডেস্ক ঃ

সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ৩০ (ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০২ (দুই) নারী মাদক ব্যবসায়ীকেগ্রেফতার করেছে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাক থেকে ।

সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৬ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর অনুমান ১২:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ এর পশ্চিম পাড়ে জনৈক মোঃ রাব্বি এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছা রোকেয়া খাতুন (৫৫), পিতা-মোঃ খোরশেদ দেওয়ান, সাং-কেওয়াকুন্ডু, মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। খাদিজা আক্তার সাথী (২৫), পিতা-আলতাফ দেওয়ান, সাং-কাজলা কাঠি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালদ্বয়কে ৩০ (ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী আলামত হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments