Header Ads Widget

Responsive Advertisement

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১৪


 

চরকা ডেস্ক ঃ

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ ্যাব-১৪

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে মেজর পরিচয় দেওয়া মোঃ মাহিন হোসেন (৩১), পিতা- তাফাজ্জল হোসেন, সাং- মরকাটা বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-৬২৮ থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকান-৬২৮ আদর্শনগর, বাড্ডা, থানা-ভাটারা, ডিএমপি ঢাকা।

তাকে সহযোগীতা করা অন্যান্য আসামীরা হচ্ছে মোঃ ইউসুফ হোসেন (৩৫), পিতা-আবুল কাশেম,সাং-সোনাকাটিয়া, থানা-চৌদ্দগ্রাম, ৩। মোঃ মোর্শেদ (৩৫), পিতা-মৃত আঃ খালেক, সাং-ডুমুরিয়া, থানা-হোমনা, উভয় জেলা-কুমিল্লা ৪। মোঃ মনির হোসেন (৩২), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-আরধিপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ।

্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান জানান, মোঃ মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক।

বাদীর মেয়ের সাথে আটককৃত আসামী সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে।পরবর্তীতে ফুসলিয়ে গোপনে বিবাহ রেজিষ্ট্রি করে। বিয়ের বিষয় জানাজানি হলে বাদী তার মেয়েকে তার জামাইসহ বাসায় আসতে বলে।

আসামী মোঃ মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে সে অসঙ্গতিমূলক কথাবার্তা বলতে থাকে।

সে জানায় ্যাব-১৪,ময়মনসিংহ এর সিও এর দায়িত্ব পেয়েছে। বিষয়টি বাদীর সন্দেহজনক মনে হলে তা যাচাই বাচাই করার জন্য ঢাকা ময়মনসিংহ ক্যান্টনম্যান্টে যোগাযোগ করলে তার মেজর আইডিটি সঠিক পাওয়া যায়নি।


 

সংক্রান্তে ্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করলে অধিনায়কের নির্দেশক্রমে, ্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল মে ২০২৫ রাত অনুমান টা ২০ মি বাদীর বাড়িতে যায় এবং মেজর পরিচয় দেওয়া মোঃ মাহিন সহ অন্যান্য আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি,অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে

পরবর্তীতে ্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক এর নির্দেশক্রমে আসামীদের গ্রেফতার করা হয়।আসামীদের সাথে থাকা আলামত তিনটি এ্যানড্রোয়েড মোবাইল ফোন, নগদ ৩৯০০/- টাকা,একটি টয়েটা কার সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments