Header Ads Widget

Responsive Advertisement

মাত্র ১৮৪ টাকা বকেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো গৌরীপুরে পল্লী বিদ্যুৎ


 

গৌরীপুর প্রতিনিধি : মাত্র ১৮৪ টাকা বকেয়ার জন্য বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ সংযোগ, আর জরিমানা গুণতে হয়েছে ৮২৮ টাকা! সবকিছু পরিশোধ করার পরও পাননি পুনঃসংযোগ। প্রচন্ড গরমে এক সপ্তাহ যাবত স্ত্রী-সন্তান নিয়ে রাত কাটছে অন্ধকারে। এমন নিষ্ঠুরতার শিকার হয়েছেন শতাধিক স্বল্প আয়ের মানুষ। বকেয়া বিল জরিমানার টাকা পরিশোধ করে এখন পল্লী বিদ্যুতের কার্যালয়ে ঘুরছেন পুনঃসংযোগ পেতে। তাঁরা সোমবার (১২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি কর্মকর্তার।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- এর আওতাধীন গৌরীপুর উপ-আঞ্চলিক কার্যালয়ের এমন নিষ্ঠুরতার শিকার হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের কৃষক মোঃ আয়াত উল্লাহ।

গ্রামেরই মোঃ ওবায়দুল্লাহ সুমনের দুই মাসের বকেয়া ২৪১ টাকা। গত মে গৌরীপুর পল্লী বিদ্যুতের লোকজন তাঁর বাড়িতে যায় সংযোগ বিচ্ছিন্ন করতে। তিনি তাদের তাৎক্ষণিক বকেয়া পরিশোধ করতে চান, কিন্তু তাঁরা কোন কথা শুনেননি, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বকেয়া পরিশোধের সাথে এখন তাঁর জরিমানা গুণতে হয়েছে ৮২৮ টাকা। সুমন আরও বলেন- এখন বোরো ধান কাটার মৌসুম চলছে, সারাদিন ধান কাটায় ব্যস্ত থাকতে হয়, তাই বিলটি পরিশোধের সময় পাননি তিনি।

একই ইউনিয়নের পাছার গ্রামের বাসিন্দা শামছুল আলমের বকেয়া ৩৪৮ টাকা। যেদিন সংযোগ বিচ্ছিন্ন করেছে, সেদিনই বকেয়া পরিশোধ করেছেন তিনি, তবুও গুণতে হয়েছে ৮২৮ টাকা জরিমানা।

শুধু তাঁরাই নন, এমন পরিস্থিতির শিকার হয়েছেন সহনাটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের কয়েকশত গ্রাহক।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-, গৌরীপুর সাব-জোনাল কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ বিল না দেওয়াটা তাদের (গ্রাহকদের) অভ্যাসে দাঁড়িয়েছে, এখন মোবাইল বা অনলাইনেও বিল পরিশোধ করা যায়। তাদের বার বার তাগিদ দেয়াও পরও পরিশোধ করেনি, তাই নিয়ম মেনেই কিছু গ্রাহককে সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা করা হয়েছে। যাতে অন্যরা সতর্ক হয়ে যায়, সময় মতো বিল পরিশোধ করে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে তিনি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।

 

Post a Comment

0 Comments