Header Ads Widget

Responsive Advertisement

পাটগুদামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চরকা ডেস্ক ঃ

ময়মনসিংহে ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে পাটগুদাম এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের নিচে মাথা পেতে দেন ইদ্রিস আলী। এতে মাথা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

Post a Comment

0 Comments