প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গৌরীপুরে ৩ বছর ১ মাস ১৩ দিন পর ক'বর থেকে লাশ উত্তোলন


 

গৌরীপুর প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমার মামলার পরিপ্রেক্ষিতে তিন বছর পর কবর থেকে তাঁর স্বামী রোকনুজ্জামান খান চপলের লা/ উত্তোলন করেছে সিআইডি। আজ বুধবার দুপুরে পারিবারিক গোরস্থান থেকে চপলের লাশ উত্তোলন করা হয়।

সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।

জানা গেছে, ২০২২ সালের মার্চ মাসে বাড়ির পাশে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চপল মা/রা যান। সে সময় তাঁকে পুকুরপাড়ে সেচপাম্পের ওপর থেকে উদ্ধার করেন প্রতিবেশীরা। তখন চপলকে পারিবারিক গো/রস্থা/নে দাফন করা হয়।

ঘটনার কিছু দিন পর চপলের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমা অভিযোগ করেন, তাঁর স্বামী বিদ্যুতায়িত হয়ে নয়, তাঁকে পরিকল্পিতভাবে /ত্যা করেছে চপলের বড় ভাই বিপ্লব হাসান খান। সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে তিনি ময়মনসিংহ আদালতে মা/মলা দায়ের করেন। আদালত মা/মলাটির তদন্তের দায়িত্ব দেন সিআইডিকে।

 

Post a Comment

0 Comments