Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে মাদ্রসার সুপার এর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


 চরকা ডেস্ক ঃ

ময়মনসিংহ সদর উপজেলার আল কারিমূল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবুদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িত মদদদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ জামিয়াতুল মোদারের্ছীন ময়মনসিংহ জেলা শাখা , বাংলাদেশ শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ময়মনসিংহ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার ৭মার্চ বেলা সাড়ে ১১টায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন এমপিও ভুক্ত শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাতলাসেন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজেদী , জামিয়াতুল মোদারেছীন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ . ইদ্রিস খান , ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শোয়াইব , সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল জলিল প্রমূখ।

মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য গত মে সকাল অনুমান সাড়ে টায় শহর থেকে অটোতে চড়ে মাদ্রাসায় যাবার সময় পূর্বপরিকল্পিত ভাবে তাকে হত্যা-অন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে অস্ত্রধারী দূর্বৃত্তরা অতর্কিতে ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করেছে।সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে তাঁর বাম চোখটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় লোকজন ডাক চিৎকার শুনে দৌড়ে এসে হামলাকারী দুইজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।এ মর্মান্তিক ঘটনায় মাওলানা শাহাবুদ্দিন এর চাচা মফিজ উদ্দিন মন্ডল বাদী হয়ে ঘটনার দিনেই ১৪০/৩৪১/৩২৩/৩০৭/১১৪/৫০৬() ধারায় কোতোয়ালী মডেল থানায় ২৩ নং মামলা দায়ের করেছেন।

মাওলানা শাহাবুদ্দিনকে রক্তাক্ত জখমী অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে প্রেরন করেছেন।

 

Post a Comment

0 Comments