Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে আনসার ও ভিডিপির কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

 


চরকা ডেস্ক ঃ

আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র বাঁশবাড়ী ময়মনসিংহে কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) ভিডিপি (পুরুষ) উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ মে)  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।

ময়মনসিংহ আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রবিউল ইসলাম পিভিএম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী পিভিএম।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদেরকে উক্ত কোর্সে স্বাগত জানান এবং তাদেরকে দক্ষতা অর্জন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে সমাজে আত্ম্ননির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রাণিত করেন।

তিনি আরো বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রসংগে তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক নিরাপত্তা উন্নয়নের অঙ্গীকার এই মুলমন্ত্র ধারণ করে দেশ মানুষের কল্যাণে কাজ করার আহব্বান করেন।

৭০ দিন মেয়াদী এই প্রশিক্ষণে ময়মনসিংহ বিভাগের ০৪টি জেলা হতে বাছাইকৃত ২৫ জন তরুন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।


Post a Comment

0 Comments