ধোবাঊড়া প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ১০ নাগরিককে পুশ-ইন করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করা হয়েছে।
অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ বাংলাদেশি ১০ জন নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে সূর্যপুর বিওপির ১১২৮-এর ৬এস-এর কাছ দিয়ে ১০ জনকে পুশ-ইন করা হয়। এখন পর্যন্ত তারা সূর্যপুর বিওপি ক্যাম্পে রয়েছেন।
এ ব্যাপারে বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, ‘রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে
0 Comments