গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মামলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. নাঈম মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।
নিহত নাইম মিয়া উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার (১৩ জুন) রাত ৯ টার দিকে দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে ছিলেন নাঈম মিয়া। এসময় মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তাকে একই এলাকার তপু মিয়া ও জলিলসহ অজ্ঞাত কয়েকজন দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, মামলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হামলার সূত্রপাত। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments