চরকা ডেস্ক ঃ পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ি লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে থেঁতলিয়ে নৃশংসহত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভমিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের দাগ এখনো শুকায় নাই। এরই মধ্যে চাঁদাবাজীতে মানুষ অতিষ্ঠ। এখনো বিএনপি ক্ষমতায় য়ায় নাই। এখনি যদি এ অবস্থা শুরু করে তবে ক্ষমতায় গেলে তারা কি করবে। এক ফ্যাসিবাদ দূর করার পর পরই আরেক নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হচ্ছে। আমরা যারা জুলাই বিপ্লবে সরাসরি জড়িত ছিলাম তারা কখনো এমন নির্মম হত্যাকান্ড মেনে নিব না। সোহাগ হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শান্তি কামনা করা হয়। আর কোন সোহাগের এমন নৃশংস ভাবে খুন হতে আমরা দেখতে চাই না। আমরা আতংকের রাজনীতির অবসান চাই।
0 Comments