প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে সাবেক এমপির পিএস ও মুজিব সেনা নেতাকে আটক করেছে পুলিশ


 

চরকা ডেস্ক :

ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য বাবেল গোলন্দাজের ব্যক্তিগত সহকারী (পিএস) আজাহারুল ইসলাম টিটু এবং ময়মনসিংহ মহানগর মুজিব সেনার সভাপতি মাহাবুবকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার ( জুলাই) ময়মনসিংহ শহরের একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেছে পুলিশ।

বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তাদের আটকের খবরে এলাকায় নানা গুঞ্জন আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

Post a Comment

0 Comments