Header Ads Widget

Responsive Advertisement

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা


 


ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করেছে।

সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা () পুত্র নীরব () 

 


পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার (১৪ জুলাই) সকালে  খবর পেয়ে ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম, তার দুই সন্তান রাইসা নীরবের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।  তদন্তের পর  বিস্তারিত জানানো হবে।

Post a Comment

0 Comments