Header Ads Widget

Responsive Advertisement

ডিএনসির জালে ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার২


স্টাফ রিপোর্টার ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মঙ্গলবার (২৯ জুলাই)  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "" সার্কেলের একটি চৌকস দল। অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজলের নির্দেশনায় এবং উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক মোর্শেদ আলম। গ্রেপ্তারকৃতরা হলেনমোঃ নাজিমুদ্দিন (৪৪) এবং রুপালি আক্তার (২৮) তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ,০০০ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ১৫,০০০ টাক দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন । অভিযানের পর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া শুরু করেছেন উপপরিদর্শক মোঃ মোর্শেদ আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন জানান  মাদক কারবারিরা হাতেনাতে ধরা পড়েছে। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


 

Post a Comment

0 Comments