Header Ads Widget

Responsive Advertisement

গাছ থেকে ময়না পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

 

 

 


 

গাছ থেকে ময়না পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুলপুর  প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে গাছ থেকে ময়না পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাবিল খান উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল হাসান বাচ্চুর ছেলে। সে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর থেকে আসা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের পাশের কড়ই গাছে ময়না পাখি বাসা বানায়। বাচ্চা আনতে গাছের ওপর উঠলে বিদ্যুৎ তারের সংস্পর্শে আসার ফলে নাবিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার মাথার পেছনে ও বাম পায়ের উরু পুড়ে গিয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাদি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে



 

Post a Comment

0 Comments