প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিলে নেতাকর্মীদের ঢল



স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের সাগর, মাহিন, রাজু হত্যার বিচারের দাবি ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা  হাতে কালো পতাকা, প্লেকার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে  জমায়েত হয়  নগরীর টাউন হল মাঠে। পরে একটি বিশাল মৌন মিছিল নগরীর নতুনবাজার মোড় হয়ে গাঙ্গিনারপাড় প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়ূা চত্বরে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা 
জানান, ময়মনসিংহের সাগর, মাহিন, রাজু হত্যাকারীদের  বিচার কারাসহ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটছে আর এই সুযোগে বিএনপিকে নিয়ে চলছে নানান অপপ্রচার ও চক্রান্ত। সামনে আগামী নির্বাচনকে বিলম্বিত করতেই এই ধরনের অপতপ্রচারে ব্যস্ত কুচক্রীমহল। 
আইনশৃঙ্খলা উন্নতি এবং দ্রুত নির্বাচনের অংশ নিয়ে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসলেই দেশে শৃঙ্খলা ফিরবে বলে বিএনপির তৃনমুল নেতাকর্মী মতামত দেন।

Post a Comment

0 Comments