স্টাফ রিপোর্টার ঃ সোমবার (১১ আগস্ট) ১১টায় ময়মনসিংহ নগরীতে অবস্থিত হযরত শাহ্ সুফি সৈয়দ কালু শাহ (র:) এর মাজার পরিদর্শন করে পূনরায় সংস্কারের দাবি জানান পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি দল । পরিদর্শনকালে প্রতিনিধি দল বলেন, ইসলামী স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন আমাদের প্রাচীন মাজারগুলো। মাজারগুলোতে শায়িত রয়েছেন সুফিসাধকগণ। এই সুফিসাধকগণ এ অঞ্চলে শান্তির বাণী প্রচার করে ইসলামের প্রসার ঘটিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শাহ্ সুফি সৈয়দ কালু শাহ (র:)। তিনি শায়িত রয়েছেন ময়মনসিংহ নগরীতে। তাঁর সমাধিস্থলটি ইতিপূর্বে একদল দৃস্কৃতিকারীর আক্রমণে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
প্রতিনিধি দল আরো বলেন, এ অঞ্চলে সম্প্রীতির মেলবন্ধনের ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। কখনোই যাতে সম্প্রীতি বিনষ্ট না সেদিকে আমাদেরকে সুনজর রাখতে হবে। ময়মনসিংহের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসলামী স্থাপত্যশিল্পের নিদর্শন তথা ইসলাম ধর্ম প্রচারকারী সুফিসাধকদের সমাধিস্থল তথা মাজার সমুহ সুরক্ষা করার লক্ষ্যে স্থায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য দাবী জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের তত্ত্বাবধানে হামলায় ক্ষতিগ্রস্থ কালু শাহ (র:) এর মাজারের পুন:সংস্কার কাজ শুরু হয়েছে।
পরিদর্শনকালে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল'র সভাপতিমণ্ডলী সদস্য অধ্যাপকও গবেষক স্বপন ধর, কবি সরকার আজিজ, আব্দুল কাদের চৌধুরী,সাপ্তাহিক চরকার সম্পাদক শফিয়েল আলম সুমন মো: নুর আলী চিশতি, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য কবি আফতাফ আহমেদ মাহবুব, মোহাম্মদ মাসুদ চিশতি, , সাংবাদিক মো: বোরহান উদ্দিন আল মাছুম, তানজিল হোসেন মুণিম, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি পীর খলিলুর রহমান চিশতি, সুফিবাদ ঐক্য পরিষদের জহিরুল আমিন রুবেল, মাজার কমিটির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম প্রমূখ।
0 Comments