প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


স্টাফ রিপোর্টার :
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ বাংলাদেশ (সিবিএমসিবি)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো-বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, আতশবাজি, সাংস্কৃতিক সন্ধ্যা ও মেগা রেফেল ড্র। এতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 
 
সোমবার(১৮ আগষ্ট) সকালে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিবিএমসিবি'র উদযাপন কমিটির আহবায়ক ডাঃ মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও ডাক্তার নাহিদা ইসলাম নিপা, ডাঃ আঞ্জুমান আরা ও ডাঃ সামসু রহমান সনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডাঃ শেখ মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কলেজের অধ্যক্ষ এবং প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান খান চৌধুরী, অধ্যাপক ডাঃ এম করিম খান, অধ্যাপক ডাঃ মোঃ মোরশেদ আলম, অধ্যাপক ডাঃ মির্জা হামিদুল হক, অধ্যাপক মির্জা মনজুরুল হক, ডাঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগোনেস্টিক ও নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী। এছাড়াও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য আনন্দ র্যালী করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উদযাপন কমিটির যুগ্ন সম্পাদক ডাঃ ইমদাদুল হক শাকিল, অর্থ কমিটির আহবায়ক ডাঃ মোঃ তোফায়েল উদ্দিন আহমেদসহ সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Post a Comment

0 Comments