স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা শাখায় নতুন নেতৃত্ব সংযুক্তি হওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মুক্তাগাছা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সৈয়দ সাহেদ সারওয়ার উজ্জ্বলসহ সাতজনকে কৃষকদলে সংযুক্তি করার পর শুক্রবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখর হয়ে ওঠেন।
আনন্দ মিছিলটি মুক্তাগাছা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমবেত হয়। বৃষ্টিভেজা পরিবেশে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করে স্লোগান দেন।
কৃষকদলের নতুন কমিটিতে সংযুক্তিকৃত অন্যান্য সদস্যরা হলেন— মোঃ আসাদুল হক আসাদ, মোঃ রেজাউল করিম রুবেল, মোঃ আজিজুল, মোঃ আব্দুল লতিফ, মোঃ সাইফুল ইসলাম ফরাজি ও মোঃ রেজাউল করিম রানা।
এ উপলক্ষে মুক্তাগাছা উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা জেলা আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ও সদস্য সচিব নাজিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্তির ফলে মুক্তাগাছার বিএনপি রাজনীতি আরও শক্তিশালী হবে। তারা জানান, প্রায় ৬-৭ মাস আগে আহ্বায়ক কমিটি গঠিত হলেও কার্যকর কোনো কর্মসূচি দৃশ্যমান হয়নি। নতুন কমিটি কার্যক্রমে গতি আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে সদ্য সংযুক্ত সৈয়দ সাহেদ সারওয়ার উজ্জ্বল বলেন, “আমার পরিবার দলের জন্য রক্ত দিয়েছে, জেল খেটেছে। ওয়ান-ইলেভেনের সময় জরুরি আইন ভঙ্গ করে তারেক রহমানের মুক্তির দাবিতে আন্দোলন করায় আমাকে ডিটেনশনে পাঠানো হয়েছিল। আমি পদ-পদবীর জন্য রাজনীতি করিনি, বরং শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি চালিয়ে যাচ্ছি। দলের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত।”
0 Comments