প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ব্রহ্মপুত্র খনন দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ: একের পর সাংবাদিক পরিবারের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানবন্ধন


স্টাফ রিপোর্টার  ঃ

ব্রহ্মপুত্র নদ খনন কাজে ব্যাপক দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক পরিবারের ওপর একধিকবার হামলা, হুমকি ও ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১১ টায়  সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 মানবন্ধনে বক্তারা বলেন, শারমিন নাহার ময়মনসিংহের মেয়ে এবং একজন বিশিষ্ট সাংবাদিক। ব্রক্ষপুত্র নদ নিয়ে দূর্নীতির সংবাদ পরিবেশন করায়  নিজ বাড়িতে অবস্থানকালে মোবাইল লেপটপ স্বর্ণ অলংকারসহ অর্থ ছিনিয়ে নেয় ও জীবনের হুমকি দেয়। তার শিশু বাচ্চাকেও গুম করার হুমকি দেয়। তখন রাত থাকায় দুর্বৃত্তদের চিনতে পারেনি।এ নিয়ে থানায় জিডি করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি । এরপর গত ১৫ আগস্ট ২০২৫ তারিখ রাতে পুনরায় বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা শারমিন নাহার নিপার নাম বলে হুমকি দেয়। এ ঘটনাঢ গত ১৬ আগস্ট ২০২৫ তারিখ থানায় অভিযোগ দায়ের করে তার বড় ভাই সাপ্তাহিক চরকার সম্পাদক শফিয়েল আলম সুমন । 
বক্তারা আরো বলেন,পরিবারটি বর্তমানে নিরাপত্তায়হীনতায় ভুগছে। শারমিন নাহার নিপাকে মেরেও ফেলতে পারে। তাই নিরাপত্তাহীনতার কারণে সে এখন আর ময়মনসিংহ আসে না। তাই এর তদন্ত করে দুর্বৃত্তদের বিচারের সম্মূখীন করা উচিত। শারমনি নাহার নিপার বড়ভাই সাপ্তাহিক চরকা'র সম্পাদক শফিয়েল আলম বলেন, আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পরপর জিডি অভিযোগ দায়েরের পরওেকোন সুরাহা হয়নি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রæত বিচার চাই।
মানবন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম এ হাফিজ, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক বাবলী আকন্দ, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি শাহ মোঃ রনি, সাধারণ সম্পাদক গোলাম সামদানী বাপ্পি,  স্থানীয় এলকাবাসীর পক্ষে হাকিম চান, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি সমাজকর্মি ইমতিয়াজ আহমেদ ,সাপ্তাহিক চরকার সম্পাদক শফিয়েল আলম সুমন প্রমূখ

 

Post a Comment

0 Comments