চরকা ডেস্ক ঃ ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ দিঘারকান্দা ও ত্রিশালে অভিযান চালিয়ে ৬৯৪০ পিস ইয়াবা মোবাইল সেট, সিএনজি সহ ২ জন কে গ্রেফতার করেছে ।
১২সেপ্টেম্বর বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল আমলীতলা দিগারকান্দা এলাকায় ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে মোঃ আবুল কালাম(৪১), পিতাঃ মৃত আব্দুল বেপারী, মাতাঃ মোছাঃ হালিমা খাতুন, সাং- উত্তর গালাহার, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে ৫৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক মোঃ আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।
১২সেপ্টেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ত্রিশাল থানাধীন বৈলর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সোলেয়মান(৪৮), পিতাঃ মৃত সোরহাব হোসেন, মাতাঃ গফুরুন নেছা, সাং- দিগারকান্দা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি সিএনজিসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
0 Comments