Header Ads Widget

Responsive Advertisement

পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা জামায়াত


 

চরকা রিপোর্ট ঃ

 পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হন। সেখানে ঘণ্টাব্যাপী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমসহ জেলা মহানগর জামায়াতের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা। যা এ দেশের মানুষ আর মেনে নেবে না।’’ 

 


 

 

তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদের আলোকে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তা না হলে দেশজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

জামায়াত নেতারা তাদের ঘোষিত পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

Post a Comment

0 Comments