প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে সুফি আস্তানায় হামলায় ৬০ জনকে আসামী করে মামলা

 


চরকা ডেস্ক ঃ
ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী বাজার এলাকায়আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফনামে একটি খানকা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সংঘটিত ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন দায়রা শরিফের খাদেম উসমান গণি ফকির।
স্থানীয়দের অভিযোগ, ওই খানকায় প্রতি শুক্রবার রাতে গানবাজনা আড্ডার আয়োজন করা হতো। ধরনের কর্মকাণ্ডকেঅসামাজিকআখ্যা দিয়ে দীর্ঘদিন ধরেই কিছু স্থানীয় ব্যক্তি এসব অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে শুক্রবার জুমার নামাজের পর একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে খানকায় ভাঙচুর চালায়।
জানা গেছে, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারের পাশে সরকারি খাসজমিতে প্রায় ১৭ বছর আগে স্থানীয় উসমান গণি ফকির একটি ঘর তুলে খানকাটি প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর কাছে এটিগণি ফকিরের আস্তানানামে পরিচিত। দায়রা শরিফে প্রতি শুক্রবার মিলাদ সামা-কাওয়ালির আসর বসত। ভক্তদের আড্ডা ছিল নিয়মিত।
খাদেম উসমান গণি ফকির জানান, জুমার নামাজের সময় হঠাৎ ৫০-৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘর-দরজা কুপিয়ে ভেঙে ফেলে, সাউন্ড সিস্টেমসহ অনেক কিছু লুট করে নেয়। প্রায় দুই দশক ধরে এখানে আধ্যাত্মিক আচার-অনুষ্ঠান চলে আসছিল। এমন ন্যক্কারজনক হামলার বিচার চাই।
তিনি আরো জানান, ঘটনার পর রাতেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় এবং পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম গনমাধ্যমকে বলেন, সুফি বাউল দর্শন কখনোই সহিংসতা সমর্থন করে না। দরগা, মাজার, খানকা আক্রমণ করে যারা ধর্ম সংস্কৃতির শত্রুতা করছে, তাদের প্রতি ঘৃণা জানাই।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ঘটনার পর দায়রা শরিফের খাদেম উসমান গণি ফকির থানায় লিখিত অভিযোগ দেন। এতে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত করে আইনের আওতায় আনা হবে।  


Post a Comment

0 Comments