প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ডিবির অভিযানে ১৩৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন ও নগদ টাকা উদ্ধার

 


চরকা ডেস্ক ঃ জেলা গোয়েন্দা শাখা, ডিবির ময়মনসিংহ এর অভিযানে ১৩৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন নগদ ,৫০০/-টাকা উদ্ধারসহ গ্রেফতার-০১।

 

পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(দক্ষিণ), ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডের থানাধীন ১নং ওয়ার্ড ভালুকা পৌরসভা মেম্বারভিটা সাকিনস্থ আব্দুর রশিদ খানের টিনশেড বিল্ডিং এর ধৃত আসামী দিলীপ চন্দ্র দাস (৪০) এর ভাড়াকৃত স্টোরের ভিতর হইতে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ১৬.২০ ঘটিকায় ৪৫টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ বিভিন্ন সাইজের ১৩৫০ কেজি পলিথিন নগদ ,৫০০/-টাকাসহ আসামী ১। দিলীপ চন্দ্র দাস (৪০), পিতা-কমল চন্দ্র দাস, মাতা-তরবালা, সাং-১নং ওয়ার্ড ভান্ডাব, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ অবৈধ পলিথিন বিক্রয়ের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত গ্রেফতারের অভিযান অব্যাহত। উক্ত ঘটনার বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতঃ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে


Post a Comment

0 Comments