মুক্তাগাছা প্রতিনিধি ঃ মুক্তাগাছার খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, ময়মনসিংহ প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সহসভাপতি, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এজেড এম ইমাম উদ্দিন মুক্তা। সোমবার মাদ্র্র্র্রাসার অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা এজেড এম ইমাম উদ্দিন মুক্তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম আজম তাকে নতুন কমিটির সভাপতি হিসেবে ঘোষণা দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দাতা সদস্য মোঃ সাখাওয়াত হোসেন মোল্লা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শামছুন্নাহার, সাধারণ অভিভাবক সদস্য(দাখিল পর্যায়) মো. শাহজাহান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ অভিভাবক সদস্য(এফতেদায়ী) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য ফারজানা ইয়াসমিন, সাধারণ শিক্ষক সদস্য(দাখিল পর্যায়) মোহাম্মদ রফিকুল আলম ও সাধারণ শিক্ষক সদস্য (এফতেদায়ী) মোঃ মোখলেছুর রহমান। নির্বাচনের সময় মাদ্রাসার সুপার খম আব্দুল গণি, ছাত্র অভিভাবক, শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ময়মনসিংহে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এজেড এম ইমাম উদ্দিন মুক্তা এবার নিয়ে মাদ্রাসাটির ১২ বারের মত সভাপতি নির্বাচিত হলেন। ইমাম উদ্দিন মুক্তা পেশাদার সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ১৯৯৬ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হিসেবে পুরস্কার ও সনদ লাভ করেন। তিনি এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তাগাছার ঐতিহ্যবাহী নবারুন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘ সময় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন, মুক্তাগাছা কিশলয় মডেল বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন, ময়মনসিংহ ল্যাবরেটরী হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, ময়মনসিংহ ইউনানী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে ছাত্র জীবন নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাংবাদিকতার পাশাপাশি এসব কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় তিনি মুক্তাগাছার সর্ব মহলে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
0 Comments