Header Ads Widget

Responsive Advertisement

র‌্যাবের হাতে হত্যা মামালার প্রধান আসামীসহ সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার


চরকা ডেস্ক ঃ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ০৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারন্টেভুক্ত পলাতক আসামী মোঃ ইসমাইল হোসেন খান(৪১) ্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার। এদিকে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার রাফসান সামী (২২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ জানে আলম(৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত অনুমান ০০:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-১২()১৬, জি আর-৭৬/১৬, ধারা-৩২৬ পেনাল কোড মোতাবেক ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ইসমাইল হোসেন খান (৪১), পিতা-ইব্রাহিম আলী খান, সাং-বাসনা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ০২:৪৫ ঘটিকায় ্যাব-, সিপিসি- এবং সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার রাফসান সামী (২২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ জানে আলম(৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এজাহার সূত্রে জানা যায় যে,  ধৃত অভিযুক্ত জানে আলম(৪৫) ভিকটিম রাফসান সামী (২২) এর সৎ ভাই  ভিকটিমের হাতখরচ সহ লেখাপড়ার ব্যয়ভার বহনের জন্য ভিকটিমের পিতা মোঃ শাহাবুদ্দিন, থানা-গুলশান,ঢাকা কয়েকটি অটোরিকশা কিনে দেয়। যার ফলে তার সৎ ভাইয়েরা  ঈর্ষাপরায়ণ হয়ে ভিকটিমের মা এবং বোনকে শারীরিকভাবে আঘাত করা সহ লাঞ্চিত করে। ভিকটিম উক্ত বিষয় জানতে চাইলে ধৃত অভিযুক্ত সহ অন্যান্য অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিরোধে জড়ায়। পূর্বশত্রুতার জেরে গত ০২ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমান ১৮:৩০ ঘটিকায় গুলশান থানার কালা চাঁদপুর এলাকার আকন্দ বাড়ির জনৈক কালা মিয়ার রিকশার গ্যারেজ এর মধ্যে আসামিরা ভিকটিম মোঃ রাফসান সামী (২২) কে' ধারালো রামদা চাপাতি দিয়ে  গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে উল্লিখিত ঘটনায় মৃত মোঃ রাফসান সামী এর ভাই মোঃ নুরে আলম  বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-, তারিখ-০৩ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
এরই ধারাবাহিকতায় ্যাবের  বিশ্বস্ত সোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ জানে আলম(৪৫), থানা- গুলশান, ডিএমপি ঢাকা এর বর্তমান অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়

 

Post a Comment

0 Comments