প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ড্রাইভার হওয়ার স্বপ্ন নিরবের মাত্র দুইদিনে শেষ

 

মাসুম

বাসের ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল নিরব সেই বাস কেড়ে নিল নিরবের প্রাণ ।গত ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহ ভালুকা ভরাডুবায় সড়ক দূর্ঘটনায় নিরব নিহত হয় নিরব ছিল বাসের হেল্পার ড্রাইভার রমজান মিয়া নিরবে বানাতে চেয়েছিল বাসের ড্রাইভার সেই সপ্ন নিয়ে মাত্র দু দিন ধরে বাসে হেল্পার হিসেবে যোগদান করে ।এর আগে নিরব পাটগুদাম ব্রীজ মোড়ে আন্তঃজেলা বাস টার্মিনাল হকার গিরি করতো নিরবের পিতামাতা আজ থেকেও নেই বাস করতো নানা নানীর সঙ্গে সে দিন কি ঘটে ছিল ?

নিরব বয়স ১২ জন্মের পর বাবা কে দেখেনি মা মানসিক রোগী কয়েক বছর ধরে নিখোঁজ ময়মনসিংহ শম্ভুগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় হকার ব্যবসা করে দিনযাপন করতো নানা শহীদুল নানী মুন্জুরা খাতুনের সঙ্গে বলাশপুর আবাসনে ছোট একটি  ঘরে থাকতো প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ ছিল নিরব অনেক খোঁজাখুজির পর আবাসন এলাকায় বসবাসকারী আয়ান গাড়ির ড্রাইভার রমজান মিয়ার সঙ্গে গাড়িতে যায় নানা শহীদুল মিয়া নিরব কে আনতে গেলে নিরব বলে ড্রাইভার রমজান মিয়া তাকে গাড়ি চালানো শিখাবে তাই তার গাড়িতে থাকি প্রতিদিন কিছু টাকাও দেন ড্রাইভার রমজান মিয়াও বলে একই কথা এভাবে ২দিন পর গত ১৩ সেপ্টেম্বর খবর পায় নিরব ভালুকায় সড়ক দূঘটনায় মারা গেছে।

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন যে নিহত হয়েছিল এর মধ্যে শ্যামলী গাড়ির হেল্পার ছিল শরিফ মিয়া আর আয়ান গাড়ির হেল্পার ছিল নিরব ঘটনায় আহত হয়েছিল অন্তত ১০ জন। ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে দুর্ঘটনা ঘটেছিল। বিকালে লাশ আনতে গেলে ঘটনাস্থলে ড্রাইভার রমজান মিয়া কে পাওয়া যায় নি তিনি পলাতক এদিকে গাড়ির মালিক নাজিম মিয়াও কোন খোঁজ নেয় নি শ্যামলী গাড়ির ড্রাইভার এবং মালিক খোঁজ নেয় নি

নানা শহীদুল জানান একটি অভাগা ছেলে নিরব দারিদ্রতার কষাঘাতে পরে স্কুলে যায় নি বাস স্ট্যান্ড এলকায় নানা রকম হকারী করে পেট চলতো প্রতিদিনই নানীর কাছে আয়ের কিছু অংশ দিত নিরবের জন্মের  আগেই নিরবের বাবা আমিনুল ইসলাম নিরবের মা কে ছেড়ে চলে যায় কোথায় গেছে জানি না নিরবের মা নূর নাহার বেগম নিরবের জন্মের পর থেকে মানসিক রোগী পাগল কোথায় থাকে তাও অজনা। অনেক ভাবে নিরবের মাকে চেষ্ঠা করেছি রাখার জন্য পাগল কে কি আর রাখা যায় নিরব কে বহু কষ্ঠ করে লালন পালন করেছি আমি নিজেও প্রথমে হকার গিরি করতাম এখন  পৌরবাজারে চায়ের দোকান করি ।সংসারে টানা টানি ছিল বলেই নিরব নিজেও স্কুলে না গিয়ে হকারের ব্যবসা নেমে পরে রমজান ড্রাইভারের সঙ্গে নিরবের সখ্যতা হয় নিরব কে ড্রাইভারের শেখানোর কথা বলে আয়ান গাড়িতে নিয়ে যায় গাড়ির মালিক নিজাম উদ্দিন  কথা টা জানতো গত ১৩ সেপ্টেম্বরে ভালুকা ভরাডুবায় শ্যামলী গাড়ির সঙ্গে আয়ান গাড়ির সড়ক দূর্ঘটনা হয় ।ঘটনাস্থলে নিরব প্রচন্ড আহত হয় ভালুকা উপজেলা হাসপাতালে নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে ভালুকার হাইওয়ে পুলিশের এস আই সবুজ মিয়া গাড়ির মালিকের কাছে নাম্বার নিয়ে আমাদের জানায় আমরা ভালুকা অফিসার ইনচার্জ হুমায়ন কবির এবং ভরাডুবা হাইওয়ে থানার  অনুমতি ক্রমে  আমার নাতি নিরব কে লাশ বিনা ময়না তদন্তে ধর্মীয় বিধান মোতাবেক দাফন কাফন করার জন্য অনুমতি গ্রহণ করা হয়

 

ভালুকা হাইওয়ে থানার এস আই সবুজ মিয়া  জানান দূর্ঘটনা এলাকায় সড়ক সংস্কারের কাজ হচ্ছে যার একই রোডে যান চলাচল করে দূতগতি তে বাস দুটো আসার পর নিয়ন্ত্রণ করতে পারেনি ঘটনা স্থলে দুজন মারা যায়

বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির  জানান বিষয়ে ভালুকা মডেল থানায় গত ১৩ সেপ্টেম্বর সন্ধায় বাদী মোঃ শহিদুল হকের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ১০৫ ধারায় মামলা রজু করা হয়েছে আসামী ধরতে পক্রিয়া চলমান রয়েছে


 

Post a Comment

0 Comments