চরকা ডেস্ক
সিপিএসসি,
র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ঢাকা
বাইপাস সংলগ্ন সহওদাগর ফিলিং স্টেশন এর সামনে থেকে
৫৪ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা ও বিদেশী মদ
সহ ০৩(তিন) মাদক
কারবরি গ্রেফতার। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা ।
সিপিএসসি, র্যাব-১৪,
ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল ০৮ সেপ্টেম্বর
২০২৫ খ্রি. অনুমান ২০:১০ ঘটিকার
সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস সংলগ্ন সহওদাগর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশিকালে একটি হলুদ রঙের মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রমের পূর্বে সিগনাল দিয়ে থামানো হয়। চালকের আসনে বসা ধৃত অভিুক্ত (১) মোঃ সাদ্দাম হোসেন শাওন ওরফে মোঃ শাওন (৩২), অন্যান্য অভিযুক্ত (২) সাইদুল ইসলাম
(৩০) ও (৩) মোঃ
মানিক শিকদার(২৯)দের নিকট
গাড়ীর ভিতরে কি আছে জানতে
চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাড়ীর
বডির সাথে বিভিন্ন জায়গায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা লুকানোর কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫৪ কেজী ৫০০
গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা ০২ বোতল বিদেশী
মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ৫৪ কেজী ৫০০
গ্রাম গাঁজা, ০২ বোতল বিদেশী
মদ, বহন কাজে ব্যবহৃত মিনি ট্রাক, ০৫ টি মোবাইল
ফোন এবং অবৈধ মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের নগদ ১২৩০/- টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজা ও বিদেশী মদের
অবৈধ বাজার মূল্যে আনুমানিক ১১,০০০০০/-(এগার
লক্ষ) টাকা।
আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত
ময়মনসিংহ জেলার কোতায়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments